সিনহা হত্যাকাণ্ডের কিনারা হবে তো ?

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার গত ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত হয়েছেন সেনাবাহিনীর অব. মেজর ও সাবেক এসএসএফ কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান। অ্যাডভেঞ্চারের নেশায় রাশেদ খান ২০১৮ সালে সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে পার্বত্য চট্টগ্রামে ভ্রমণবিষয়ক ফিল্ম নির্মাণ করছিলেন। প্রায় এক মাস ধরে তারা ছিলেন কক্সবাজারের হিমছড়ির এক রিসোর্টে। ঘটনার দিন সিনহা ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাহেদুল ইসলাম সিফাত গিয়েছিলেন টেকনাফ। বাকি দু’জন রিসোর্টেই রয়ে গিয়েছিলেন। পথে তাদের একটি বিজিবি চেকপোস্টে থামানো হয়। সেখানে সিনহার পরিচয় নিশ্চিত হয়ে … Continue reading সিনহা হত্যাকাণ্ডের কিনারা হবে তো ?